Pause যাহির (রা:) দেখতে কদাকার ছিলেন, সমাজের কেউ তাঁকে এতোটা মূল্যায়ন করতো না। অবহেলা আর অনাদার ছিলো তাঁর জীবনসঙ্গী। কিন্তু, নবিজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে তাঁর বিশেষ মর্যাদা ছিলো। সমাজের যেসব মানুষকে মূল্যায়ন করা হতো না, নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঠিকই তাদেরকে মূল্যায়ন করতেন। সাদা-কালো, ধনী-গরীব, সম্ভ্রান্ত-দাস এসব মানবসৃষ্ট দেয়াল উপেক্ষা করে নবিজী […]